নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লি জল বোর্ডের ৭০০ জন চুক্তিভিত্তিক কর্মীকে স্থায়ী নিয়োগের শংসাপত্র তুলে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বুধবার সকালে দিল্লি সচিবালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে দিল্লি জল বোর্ডের ৭০০ জন চুক্তিভিত্তিক কর্মীর হাতে স্থায়ী নিয়োগ (পার্মানেন্ট সার্ভিস)-এর শংসাপত্র তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
এদিন নিজের বক্তৃতায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, “আমাকে বলা হয়েছে, দিল্লি সরকারে এই প্রথমবার এত বড় সংখ্যক চুক্তিভিত্তিক কর্মীদের একসঙ্গে স্থায়ী করা হচ্ছে।” কেজরিওয়াল আরও বলেছেন, “আজ ৭০০ জন চুক্তিভিত্তিক দিল্লি জল বোর্ডের কর্মীকে পার্মানেন্ট সার্ভিসের সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় হস্তক্ষেপ ছাড়াই দিল্লি জল বোর্ড স্বায়ত্তশাসিত। আমরা দিল্লির সরকারি কর্মচারীদের জন্যও এমনটা চেয়েছিলাম, কিন্তু কেন্দ্রেরও ক্ষমতা আছে; আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব।”