কোভিড-সংক্রমণে ফের বৃদ্ধি, একদিনে ভারতে করোনায় মৃত্যু ১,২১৭ জনের

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.): ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যায় ফের বৃদ্ধি। মঙ্গলবার সারাদিনে ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৩৬৫ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ১,২১৭ জন রোগীর, কোভিডে বিপুল মৃত্যুই প্রতিদিন চিন্তা বাড়াচ্ছে। ভারতে দৈনিক সংক্রমণের হার কমে ৪.৫৪ শতাংশে পৌঁছেছে।

বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৮,৯২,৮২৮-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ১,০২,০৬৩ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ২.১১ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৫৩ লক্ষ ৬১ হাজার ০৯৯ জন প্রাপক, ফলে ভারতে বুধবার সকাল আটটা পর্যন্ত ১,৭০,৮৭,০৬,৭০৫ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ১,২১৭ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,০৫,২৭৯ জন (১.১৯ শতাংশ)। মঙ্গলবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১,৭২,২১১ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,১০,১২,৮৬৯ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৬.৭০ শতাংশ। নতুন করে ৭১,৩৬৫ জন সংক্রমিত হওয়ার পর ভারতে মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ৪,২৪,১০,৯৭৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *