লরির ধাক্কায় ছিটকে রাস্তায়, গড়িয়ায় বাইক চালকের মর্মান্তিক মৃত্যু

কলকাতা, ৮ ফেব্রুয়ারি (হি.স.): গড়িয়ার বোড়ালে লরির ধাক্কায় প্রাণ হারালেন বছর ১৯-এর মোটরবাইক চালক। সোমবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, আহত ও অচৈতন্য অবস্থায় ১৯ বছরের ওই বাইক চালককে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা একটি নার্সিংহোমে নিয়ে যান। সেখান থেকে স্থানান্তরিত করা হয় নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এনআরএস-এ মঙ্গলবার সকালে মৃত্যু হয় বাইক চালকের। পুলিশের প্রাথমিক অনুমান, বাইকে লরির ধাক্কার কারণে ওই দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, সোমবার গভীর রাতে লরির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ওই মোটরবাইক চালক। স্থানীয় বাসিন্দারাই ওই তরুণকে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যান। পরে সুচিকিৎসার জন্য নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়, মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়েছে। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।