নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): ‘লোক কল্যাণ সঙ্কল্প পত্র’-তে বহু প্রতিশ্রুতি ও আশ্বাস দিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, উত্তর প্রদেশে প্রতিটি ব্লকে তৈরি করা হবে একটি আইটিআই। ইউপিএসসি, ইউপিপিএসসি, অথবা এনডিএ-র মত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য উচ্চাকাঙ্ক্ষীদের বিনামূল্যে কোচিং প্রদান করা হবে। দরিদ্রদের জন্য মা অন্নপূর্ণা ক্যান্টিনের স্থাপনা করা হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির ‘লোক কল্যাণ সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ।
এদিন নিজের বক্তৃতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, উত্তর প্রদেশের চিনিকলগুলিকে সংস্কার ও আধুনিকীকরণ করা হবে। উত্তর প্রদেশের আখ চাষিদের আয় বাড়ানোর লক্ষ্যে কাজ করা হবে। অমিত শাহ আরও বলেছেন, “প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সমস্ত সুবিধাভোগীদের প্রতি বছর হোলি এবং দীপাবলিতে বিনামূল্যে দু’টি এলপিজি সিলিন্ডার প্রদান করা হবে। সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী এবং স্বাস্থ্য বন্ধুদের আয়ুষ্মান ভারত-এর অধীনে স্বাস্থ্য বীমা প্রদান করা হবে।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, “স্বামী বিবেকানন্দ যুব সশক্তিকরণ যোজনার অধীনে ২ কোটি ট্যাবলেট এবং স্মার্টফোন বিতরণ করা হবে। মেজর ধ্যানচাঁদ ক্রীড়া পরিকাঠামো মিশন চালু হবে। মা অন্নপূর্ণা ক্যান্টিনের স্থাপনা হবে, যার অধীনে দরিদ্রদের জন্য সর্বনিম্ন মূল্যে খাবারের ব্যবস্থা করা হবে।”