ভারতে দৈনিক সংক্ৰমণ কমে ৬৭,৫৯৭, কোভিডে মৃত্যুর সংখ্যায় ফের বিপুল বৃদ্ধি

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): ভারতে অনেকটাই কমে গেল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা। আগের দিনই কোভিড-সংক্ৰমণ এক-লক্ষের নীচে নেমে গিয়েছিল, বিগত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা আরও কমেছে। সোমবার সারাদিনে ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৫৯৭ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ১,১৮৮ জন রোগীর, কোভিডে বিপুল মৃত্যুই চিন্তা বাড়াচ্ছে। ভারতে দৈনিক সংক্রমণের হার কমে ৫.০২ শতাংশে পৌঁছেছে।

বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৯,৯৪,৮৯১-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ১,১৪,০৪৭ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ২.৩৫ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় (সোমবার) করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৫৫ লক্ষ ৭৮ হাজার ২৯৭ জন প্রাপক, ফলে ভারতে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ১,৭০,২১,৭২,৬১৫ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ১,১৮৮ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,০৪,০৬২ জন (১.১৯ শতাংশ)। সোমবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১,৮০,৪৫৬ জন। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,০৮,৪০,৬৫৮ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৬.৪৬ শতাংশ। নতুন করে ৬৭,৫৯৭ জন সংক্রমিত হওয়ার পর ভারতে মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ৪,২৩,৩৯,৬১১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *