আহমেদাবাদ, ৮ ফেব্রুয়ারি (হি.স.): গুজরাটের আহমেদাবাদে ২০০৮ সালের ধারাবাহিক বোমা বিস্ফোরণ মামলায় ৭৭ জন অভিযুক্তের মধ্যে ৪৯ জনকে দোষীসাব্যস্ত করল গুজরাটের বিশেষ আদালত। বেকসুর খালাস ঘোষণা করা হয়েছে ২৮ জনকে। ২০০৮ সালের ধারাবাহিক ওই বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ৫৬ জনের। মঙ্গলবার রক্তাক্ত সেই বিস্ফোরণ মামলার রায় ঘোষণা করে, ৪৯ জনকে দোষীসাব্যস্ত করেছে আদালত। বুধবার সাজা ঘোষণা করা হবে।
বেকসুর খালাস হওয়া ২৮ জনের মধ্যে ১২ জনকে প্রমাণের অভাবে নির্দোষ ঘোষণা করা হয়েছে। ১৩ বছরেরও বেশি পুরনো এই মামলার বিচার গত বছরের সেপ্টেম্বর মাসে শেষ করেছিল আদালত। ২০০৮ সালের ২৬ জুলাই ৭০ মিনিটের ব্যবধানে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠেছিল আহমেদাবাদ শহর। ২১টি বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ৫৬ জনের এবং অন্ততপক্ষে ২০০ জন আহত হয়েছিলেন। আহমেদাবাদে বিস্ফোরণের পরেই সুরাটের বিভিন্ন প্রান্ত থেকেও উদ্ধার হয় বোমা। আহমেদাবাদে ২০টি এফআইআর রুজু করা হয় এবং সুরাটে ১৫টি।