অগ্নিদগ্ধ মহিলার মৃতদেহ উদ্ধার

আগরতলা, ৭ ফেব্রুয়ারি : তেলিয়ামুড়া থানা এলাকার শান্তিনগর গাওসভায় ৬ নম্বর ওয়ার্ড থেকে অগ্নিদগ্ধ এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, এক মহিলা বাড়ির পাশেই একটি ড্রেনে অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে রয়েছিলেন। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে যায়। সেখান থেকে অগ্নিদগ্ধ মহিলাকে ড্রেন থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসা হলে মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কিভাবে ওই মহিলার অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানা যায়নি।পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে। এ ঘটনার তদন্ত শুরু করেছে।