নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : অন্ধপ্রদেশের অনন্তপুরমে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। .
এদিন তিনি টুইট করে জানান, “অনন্তপুরম জেলায় একটি মর্মান্তিক দুর্ঘটনার কারণে প্রাণহানির কারণে ব্যথিত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিলের তরফ থেকে প্রতিটি মৃতের আত্মীয়-স্বজনদের জন্য ২ লক্ষ টাকা এক্স-গ্রেশিয়া দেওয়া হবে।
প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশের অনন্তপুরম জেলার বুদাগাভি গ্রামে একটি গাড়ি এবং একটি লরির মধ্যে সংঘর্ষে নয়জনের মৃত্যু হয়েছে।