আগরতলা, ৭ ফেব্রুয়ারি : আবারো রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে জিবি হাসপাতাল চত্বরে তীব্র ক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অবশেষে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মৃতের নাম সম্রাট দেববর্মা।
জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছিলেন সম্রাট দেববর্মা। দুর্ঘটনাটি ঘটে ছিল উদয়পুরে। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থা সঙ্কটজনক হওয়ায় সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। জিবি হাসপাতালে নিয়ে আসা হলে তার উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি বলে মৃতের পরিবারের লোকজনদের অভিযোগ। সে কারণেই তার মৃত্যু হয়েছে বলেও তারা অভিযোগ এনেছেন।
2022-02-07