কলকাতা, ৬ ফেব্রুয়ারি (হি. স.) : না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বর্ষিয়ান গায়িকা লতা মঙ্গেশকর । লতার প্রয়াণে শোকস্তব্ধ সংস্কৃতি মহল থেকে সিনে মহল । ”আপনার কণ্ঠ আমাদের সঙ্গে রয়ে যাবে চিরদিন ” মন্তব্য সলমন খানের ।
গত ৮ জানুয়ারি করোনা ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন। তারপর থেকে ছিলেন আইসিইউ-তেই। ৯২ বছর বয়সে সেখানেই আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতরত্ন লতা মঙ্গেশকর । তাঁর প্রয়াণে শোক প্রকাশ করে সলমন খান বলেন, ”আমাদের নাইটিঙ্গেলের অভাব অনুভব করব। কিন্তু আপনার কণ্ঠ আমাদের সঙ্গে রয়ে যাবে চিরদিন। চির শান্তিতে থাকুন লতাজি ”।