Haimanti Shukla : মানুষ চিরকাল থাকে না: হৈমন্তী শুক্লা

কলকাতা, ৬ ফেব্রুয়ারি (হি. স.): শেষ হল একটা যুগের । চিরঘুমে পাড়ি দিলেন বর্ষীয়ান গায়িকা লতা মঙ্গেশকর । রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লতা । লতার প্রয়াণে শোকস্তব্ধ সংগীত মহল । ”মানুষ চিরকাল থাকে না” লতা মঙ্গেশকরের প্রয়াণে মন্তব্য বর্ষীয়ান গায়িকা হৈমন্তী শুক্লার ।

লতা মঙ্গেশকরের প্রয়াণে শোক প্রকাশ করে হৈমন্তী শুক্লা বলেন, ”উনি স্বয়ং মা সরস্বতী ছিলেন । ওঁর সঙ্গে কথা বলার ওঁকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল আমার । আমরা বুঝি, মানুষ চিরকাল থাকে না । কিন্তু উনি তো মানুষ ছিলেন না! দেবী ছিলেন, দেবী সরস্বতী । এক মঞ্চে গাওয়ার সুযোগ হয়েছিল । এক বার মেদিনীপুরে এবং এক বার দুর্গাপুরে গেয়েছিলাম । বলেছিলেন এখনও গান গাইতে উঠলে নাকি হাত পা ঠান্ডা হয়ে যায় ওঁর । আমি শুনে অবাক হয়েছিলাম ”।

২৮ দিনের কঠিন লড়াইয়ের অবসান ঘটল এদিন। রবিবার মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালেই প্রয়াত হলেন বছর ৯২- র লতা।

শনিবার দুপুরেই স্বাস্থ্যের অবস্থার অবনতী ঘটে তার । তখন থেকেই চলছিল অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট । রাতের দিকে অবস্থার উন্নতিও ঘটলেও রবিবার ভোরে স্বাস্থ্যের অবস্থার অবনতী হয় লতার । সকাল ৮.১২ মিনিটে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন লতা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *