পাথারকান্দি (অসম), ৬ ফেব্রুয়ারি (হি.স.) : অসমের সীমান্তবর্তী উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন প্রত্যেকরায় গ্রাম পঞ্চায়েতের ইচাই লালছড়ায় দুঃসাহসিক চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে অসমের করিমগঞ্জ জেলার পাথারকান্দির এক দাগি চোর। ধৃতকে পাথারকান্দি থানাধীন ডেউবাড়ি গ্রামের জনৈক আফতাব আলির বছর ২২-এর ছেলে হুসেন আহমেদ বলে পরিচয় পাওয়া গেছে।
আজ রবিবার কদমতলা থানা সূত্রে জানা গেছে, শনিবার সরস্বতী পূজার দিন ঘরের দরজায় তালা দিয়ে পুজো দেখতে পরিবারের সদস্যদের নিয়ে বেরিয়ে যান ইচাই লালছড়া গ্রামের রঞ্জিত নাথ। ঘরে কেউ নেই সুযোগকে কাজে লাগিয়ে স্থানীয় ও বহিরাগত কয়েকটি চোর পূর্ব পরিকল্পনা মোতাবেক রঞ্জিত নাথের বাড়িতে হানা দেয়। ঘরের দরজায় সাঁটা তালা ভেঙে ভিতরে ঢুকে চোরের দল নগদ প্রায় দেড় লক্ষাধিক টাকা, প্রায় সাত ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যাচ্ছিল। সে সময় চোরদের দেখে ফেলেন প্রতিবেশীরা।
প্রতিবেশীরা চোর চোর বলে হাল্লা-চিৎকার শুরু করলে গোটা গ্রামের মানুষ জড়ো হয়ে হুসেন আহমেদ নামের এক চোরকে পাকড়াও করেন। তবে টাকা পয়সা সোনাদানা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে অন্য চোরেরা। এদিকে ধৃত হুসেন আহমেদকে উত্তম-মধ্যম দিয়ে সমঝে দেওয়া হয়েছে কদমতলা পুলিশের হাতে। পুলিশ ধৃতের কাছ থেকে বেশকিছু কাগজপত্র বাজেয়াপ্ত করে তার বিরুদ্ধে ০৮/২২ নম্বরে ও ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৪৫৮, ৩৮০, ৩৪ ধারায় একটি মামলা রুজু করে আজ রবিবার ধর্মনগরে বিচারবিভাগীয় আদালতে পেশ করেছে।