JP Nadda : লতা মঙ্গেশকরের মৃত্যু একটি অপূরণীয় ক্ষতি: জে পি নড্ডা

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : প্রবাদ প্রতীম সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যু রবিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নড্ডা শোকপ্রকাশ করে বলেছেন, তাঁর মৃত্যু সমগ্র শিল্প জগতের জন্য অপূরণীয় ক্ষতি।

এদিন তিনি টুইট করেছেন, “‘স্বরকোকিলা’ ভারতরত্ন লতা মঙ্গেশকর জির প্রয়াণ, যিনি প্রতিটি সঙ্গীত প্রেমিকের হৃদয়ে বাস করেন, হৃদয়বিদারক। এটি সমগ্র শিল্প জগতের জন্য একটি অপূরণীয় ক্ষতি।” নড্ডা লতা মঙ্গেশকরের পরিবারের সদস্যদের এবং তার ভক্তদের সমবেদনা জানিয়েছেন।


প্রসঙ্গত, কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর রবিবার ৯২ বছর বয়সে মারা যান। এই প্রবাদপ্রতীম সংদীতশিল্পীকে গত ৮ জানুয়ারী মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে করোনা এবং নিউমোনিয়া ধরা পড়ার পরে।

কোভিড থেকে সুস্থ হয়ে উঠলেও, শনিবার তার অবস্থা খারাপ হওয়ার পরে গায়িকাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *