মুম্বই, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : পঞ্চমবার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জয়ে ভারতীয় ক্রিকেট দলের এই জয়ে উচ্ছ্বসিত বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও। শনিবার ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে এই শিরোপা জয় করে যশ ব্রিগেড।
রবিবার টুইটে তিনি জানিয়েছেন, “ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে অসংখ্য অভিবাদন। পাশাপাশি দলের সাপোর্ট স্টাফ এবং নির্বাচকদেরও ধন্যবাদ জানাতে চাই। যেভাবে ভারত এই বিশ্বকাপ জয় করেছে, তা এককথায় অসাধারণ। এই জয়ের জন্য আমরা ৪০ লাখ টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করতে চাই। এটা একেবারে স্বল্প মূল্যের একটা টোকেন। তবে এই দলের সাফল্যের কাছে এটা কিছুই নয়।” শুভেচ্ছা জানিয়েছেন বোর্ড সচিব জয় শাহও। তিনি টুইটারে লিখেছেন, “অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জয়ের জন্য #বয়েজইনব্লু-কে অসংখ্য অভিবাদন জানাচ্ছি। এত প্রতিকূলতা অতিক্রম করার পরেও যেভাবে দলটা জয়লাভ করল, তা খুব খুব স্পেশাল। দলের প্রত্য়েক ক্রিকেটার নিজেদের হৃদয় উজাড় করে খেলেছে। এই মনোভাবের কারণেই ইতিহাস সৃষ্টি করা সম্ভব হয়েছে।”
ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন রাজ বাওয়া। তিনি ৩১ রানে ৫ উইকেট শিকার করার পাশাপাশি ব্যাট হাতেও ৩৫ রান করেন।