কলকাতা, ৬ ফেব্রুয়ারি (হি. স.): রবিবার মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালেই প্রয়াত হলেন ভারতরত্ন লতা মঙ্গেশকর । তাঁর প্রয়াণে শোকাহত গায়িকা শ্রেয়া ঘোষাল । এদিন নিজের ইন্সটাগ্রামে শ্রেয়া ঘোষাল লেখেন, ‘অসাড় লাগছে’।
গত ৮ জানুয়ারি করোনা ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। ২৭ দিন ধরে তিনি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ সকালে জীবনাবসান হয় সুর সম্রাজ্ঞীর। লতার প্রয়াণে শোকাহত গায়িকা শ্রেয়া ঘোষাল । এদিন নিজের ইন্সটাগ্রামে লতার কম ব্যসের ছবি পোস্ট করে শ্রেয়া ঘোষাল লেখেন, ”অসাড় লাগছে । গতকাল মা সরস্বতীর পুজো ছিল । আজ মা তাঁর আশীর্বাদ নিজের সঙ্গে নিয়ে চলে গেলেন । কেমন যেন মনে হচ্ছে আজ বাতাস থেমে রয়েছে । পাখিরা গান গাইছে না । গাছেরাও চুপ । সারা বিশ্বে কোকিলকণ্ঠী ভারতরত্ন লতা মঙ্গেশকরের সৃষ্টি করা সুর প্রতিধ্বনিত হচ্ছে । শান্তিতে থাকুন। ওম শান্তি ”।