ইসলামাবাদ, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : পাকিস্তানের তথ্য ও সম্প্রচারে মন্ত্রী ফাওয়াদ চৌধুরী রবিবার কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, তিনি সঙ্গীতের জগতে রাজত্ব করেছিলেন।
এদিন টুইটারে তিনি বলেছেন, “একজন কিংবদন্তি আর নেই, #লতামঙ্গেশকর ছিলেন একজন সুরেলা রানী যিনি কয়েক দশক ধরে সঙ্গীতের বিশ্বে রাজত্ব করেছিলেন তিনি ছিলেন সঙ্গীতের অবিকৃত রানী ছিলেন তার কণ্ঠ আগামী সব সময়ের জন্য মানুষের হৃদয়ে রাজত্ব করবে।”
মঙ্গেশকর ছিলেন একজন ভারতীয় প্লেব্যাক গায়িকা এবং মাঝে মাঝে সঙ্গীত রচয়িতা এবং তার সুরেলা কণ্ঠের জন্য তিনি “ভারতের নাইটিঙ্গেল” নামে পরিচিত ছিলেন।
প্রসঙ্গত, কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর রবিবার ৯২ বছর বয়সে মারা যান। এই প্রবাদপ্রতীম সংদীতশিল্পীকে গত ৮ জানুয়ারী মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে করোনা এবং নিউমোনিয়া ধরা পড়ার পরে।
কোভিড থেকে সুস্থ হয়ে উঠলেও, শনিবার তার অবস্থা খারাপ হওয়ার পরে গায়িকাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল।