পানাজি, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : গোয়া সরকার কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জানাতে আজ ৬ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
এদিন গোয়া সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ টুইট করে জানিয়েছে,” ভারতের নাইটিঙ্গেল লতা মঙ্গেশকরের দুঃখজনক মৃত্যুর কারণে রাজ্য সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে, অর্থাৎ ৬ থেকে ৮ ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত। “
গোয়া ছাড়াও ছত্তিশগড় সরকারও দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
প্রসঙ্গত, কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর রবিবার ৯২ বছর বয়সে মারা যান।
গত ৮ জানুয়ারি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন লতা মঙ্গেশকর। ২৭ দিন ধরে করোনার সঙ্গে লড়াই করেছেন তিনি। সঙ্গে ছিল ফুসফুসের সংক্রমণ। কিছুদিন আগেই সঙ্গীত শিল্পীর শারীরিক অবস্থার উন্নতি হয়।কিন্তু শনিবার আবারও স্বাস্থ্যের অবনতি হয়৷ ফের তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়।কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে ৯২ বছর বয়সে চলে গেলেন লতা।