Saraswati Puja : প্রথমবারের মতো বিশালগড়ে প্রেসক্লাবে হল সরস্বতী পুজো

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৬ ফেব্রুয়ারী৷৷ প্রথমবারের মতো বাগদেবীর আরাধনা ব্রতী হয়েছেন বিশালগড় প্রেসক্লাব৷ শনিবার সকাল ৯ টায় বিশালগড় প্রেসক্লাবে স্বরসতী পূজা শুরু হয় মহাকুমার সমস্ত সাংবাদিকরা এই সরস্বতী পূজা অংশগ্রহণ করেন৷ বিশালগড় প্রেসক্লাব এই বছর প্রথমবার বিশালগড় প্রেসক্লাব এবং মহকুমা সাংবাদিকদের প্রচেষ্টায় খুব সুশৃংখলভাবে বিশালগড় সরস্বতী পূজা সম্পন্ন হয়৷ সকালে সরস্বতী পূজা অনুষ্ঠিত হলেও বিকেল চার ঘটিকা থেকে বিশালগড় প্রেসক্লাবের সামনে রাস্তা দিয়ে পথচারীদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়, বিকেল চার ঘটিকায় থেকে এ মহাপ্রসাদ বিতরণ শুরু হলেও তা সম্পন্ন হওয়া সন্ধ্যা ৭  ঘটিকায়৷ বিশালগড় প্রেসক্লাবে শনিবার বিকেলে সরস্বতী পূজায় আসে সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বিশালগড় প্রেসক্লাবে এসে  প্রসাদ গ্রহণ করেন৷ এই বছর প্রথমবার বিশালগড় প্রেসক্লাবের উদ্যোগে সরস্বতী পুজার সুশৃংখলভাবে সম্পন্ন হওয়ায় প্রেস ক্লাবের পক্ষ থেকে সকল সাংবাদিকদের অভিনন্দন জানানো হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *