উদয়পুর, ৪ ফেব্রুয়ারি : মন্দির নগরী উদয়পুরের রাজারবাগ এলাকায় অভিযান চালিয়ে নেশা সামগ্রীসহ দুই জনকে পাকড়াও করতে সক্ষম হয়েছে পুলিশ।
এলাকাবাসীর সহযোগিতায় উদয়পুর থানার পুলিশের হাতে ধরা পড়ল বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা সহ নেশাকারবারে যুক্ত ২ জন। ঘটনা উদয়পুরের রাজারবাগ এলাকায়। বৃহস্পতিবার রাতে এলাকার বাপ্পা দাস এবং সান্তু দাস বৈষ্ণবের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে হেরোইন, ইয়াবাটা ট্যাবলেট, ড্রাগস সহ লক্ষাধিক নগদ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিস। ধৃতরা হলেন, বাপ্পা দাস এবং সান্তু দাস বৈষ্ণব।
অভিযানের নেতৃত্বে ছিলেন উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ। তাদের বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ। পুলিশ জানিয়েছে, বাপ্পা দাসের বাড়িতে অভিযানে ২৩.৯৭৫ গ্রাম হেরোইন, নগদ ৩,১০,৯৬০ টাকা, টিআর০৩জি৯৫৮৬ নম্বরের বাইক এবং একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। অন্যদিকে, সান্তু দাস বৈষ্ণবের বাড়ি থেকে ১১.০২ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন এবং টিআর০৩জি৭৪২৯ নম্বরের বাইক উদ্ধার হয়েছে।
উল্লেখ্য দীর্ঘদিন ধরে তারা নেশা কারবার এর সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। পুলিশ অনেকদিন ধরেই তাদেরকে আটক করার জন্য চেষ্টা চালিয়ে আসছিল। শেষ পর্যন্ত স্থানীয় জনগণের সহযোগিতায় তাদেরকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ।