কলকাতা, ৫ ফেব্রুয়ারি (হি.স.): বসন্ত পঞ্চমী এবং সরস্বতী পুজো উপলক্ষ্যে দেবী বন্দনার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বান্দ্যোপাধ্যা। শনিবার সকালে টুইটারে নিজের মনের ভাব ব্যক্ত করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘বিদ্যাদেবী সরস্বতী শিক্ষা দাও, দাও সংস্কৃতি, মন ভরে দিও আলো বসন্তের দীপ জ্বালো। বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজোর আন্তরিক অভিনন্দন।’
সরস্বতী পুজোর দিন সকাল থেকেই রাজ্যের স্কুলে-স্কুলে, ঘরে-ঘরে বাগদেবীর আরাধনা করেছে আপামর বাঙালি। পশ্চিমবঙ্গে সাম্প্রতিক করোনা প্রকোপ একটু স্থিতিশীল হওয়ার পরই ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আবার চালু হয়েছে স্কুল। তাই অনেক দিন পর বন্ধুদের সঙ্গে পুষ্পাঞ্জলী দিতে পেরে খুশিতে মেতে উঠেছে পড়ুয়ারাও।