নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): সমস্ত দেশবাসীকে বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজোর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, মা শারদার আশীর্বাদ সকলের ওপর অটুট থাকুক এবং ঋতুরাজ বসন্ত বয়ে আনুক সকলের জীবনে আনন্দ। শনিবার বাগদেবীর আরাধনায় মেতেছে গোটা দেশ, সরস্বতী পুজোর আনন্দ একটু বেশি পশ্চিমবঙ্গে।
শনিবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, “সমস্ত দেশবাসীকে বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজোর শুভেচ্ছা। মা শারদার আশীর্বাদ সকলের ওপর অটুট থাকুক এবং ঋতুরাজ বসন্ত বয়ে আনুক সকলের জীবনে আনন্দ।” বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মমতাও টুইটারের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।