বিলোনিয়া, ৪ ফেব্রুয়ারি : মাটির নীচে থেকে উদ্ধার হলো লোহার সিন্দুক। তা নিয়ে দেখা দেয় কৌতুহল ও চাঞ্চল্য। ঘটনাটি বিলোনীয়ার উত্তর সাড়াসীমা গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের এস সি কলোনী এলাকায়। এদিন এখানে শ্রমিকরা কাজ করতে এসে মাটি কাটতে গিয়ে মাটির নিচে থেকে সিন্দুকটি পান। তবে শেষ পর্যন্ত সিন্দুকটি বের করে দেখা যায় সেটি সম্পূর্ণ খালি।
2022-02-05

