করণদিঘি, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তর দিনাজপুরের করণদিঘিতে আগুনে পুড়ে গেল ওষুধের দোকান। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে করণদিঘি থানার রসাখোয়ার বইরগাছিতে। অগ্নিকাণ্ডে ভস্মীভূত গ্রামীণ চিকিৎসকের চেম্বার সহ ওষুধের দোকান।
গতকাল রাতে গ্রামীণ চিকিৎসক মফিজুদ্দিন চেম্বার সহ দোকান বন্ধ করে নীচ তলা থেকে প্রথম তলায় তাঁর ঘরে ঘুমোতে যান। মাঝ রাতে আগুনের শিখা দেখে নীচে নেমে অগ্নিকাণ্ড দেখতে পান। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ওষুধ সহ একটি বাইক পুড়ে যায়। কিভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চলছে।