লিমা, ৫ ফেব্রুয়ারি (হি.স.): পেরুর নাজকা লাইনের কাছে টেকঅফের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল একটি পর্যটকবোঝাই বিমান। বিমান ভেঙে মৃত্যু হয়েছে ৫ জন পর্যটকের এবং দু’জন ক্রু মেম্বার মারা গিয়েছেন। স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে। সিঙ্গল ইঞ্জিন বিশিষ্ট বিমানটি পেরুর নাজকার একটি ছোট বিমানবন্দর থেকে টেকঅফের কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে।
ট্রাসপোস্ট মন্ত্রক জানিয়েছে, সেসনা ২০৭ সিঙ্গল ইঞ্জিন বিশিষ্ট বিমানটি শুক্রবার দুপুরে নাজকার মারিয়া রেইচে বিমানবন্দর থেকে টেকঅফের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে। মোট ৫ জন পর্যটক ছিলেন ওই বিমানে ও দু’জন ক্রু মেম্বার। বিমানটি মাটিতে আছড়ে পড়ার পর সকলেরই মৃত্যু হয়েছে।