ইমফল, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী ৭ ফেব্রুয়ারি মণিপুর সফরে গোটা দল নিয়ে আসবেন ভারতের নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। আজ এই খবর জানিয়েছেন মণিপুরের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) রাজেশ আগরওয়ালা।
সিইও রাজেশ আগরওয়ালা জানান, নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ টিম রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির সরেজমিনে খোঁজ-খবর নেবে। এছাড়া মণিপুরে নিৰ্বাচন যাতে অবাধ ও শান্তিপূ্ৰ্ণভাবে সম্পন্ন হয়, স্থানীয় পরিস্থিতিতে সে সব ব্যাপারে তাঁরা পথ-নির্দেশিকা দেবেন। রাজেশ আগরওয়ালা আরও জানান, নির্বাচন কমিশনের দল রাজ্যের মুখ্যসচিব, রাজ্যের পুলিশ-প্রধান (ডিজিপি), রাজ্য পুলিশের নোডাল অফিসার, আসাম রাইফেলস-এর ডিরেক্টর জেনারেল, স্বীকৃত জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দল, জেলা নির্বাচন আদিকারিক, পুলিশ সুপার এবং এনফোর্সমেন্ট এজেন্সিগুলির সাথে বৈঠক করবে।
মুখ্য নির্বাচনী আধিকারিক আগরওয়ালা বলেন, ২৭ ফেব্ৰুয়ারি প্রথম দফার নির্বাচনের বিজ্ঞপ্তি গত ১ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় দফা নির্বাচনের জন্য ৪ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এছাড়া কোভিড-১৯-এর পরিপ্রেক্ষিতে মনোনয়ন দাখিলের জন্য একজন প্রার্থীর সঙ্গে দুজনকে থাকার অনুমতি দেওয়া হয়েছে। তাছাড়া যানবাহনের সংখ্যাও দুটিতে সীমাবদ্ধ রেখেছেন তাঁরা। তিনি জানান, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনে ব্যয় করার জন্য পৃথক ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। সে অনুযায়ী সংশ্লিষ্ট সবাইকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে।