নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : বেজিংয়ে শীতকালীন অলিম্পিক্সে উদ্বোধনী এবং সমাপ্তি অনুষ্ঠান বয়কট করছে ভারত। ২০২০ সালে ভারতের গালওয়ান সীমান্তে হামলাকারী এক সেনাকে শীতকালীন অলিম্পিক্সের মশালবাহক হিসেবে মর্যাদা দিয়েছে চিন। ক্রীড়াবিদদের পরিবর্তে ভারতীয় জওয়ানদের উপর হামলাকারী সেনাকে মশালবাহক করায় এই সিদ্ধান্ত নিয়েছে ভারত। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না ভারতের কোনও কূটনৈতিক প্রতিনিধিও।
বিদেশ মন্ত্রকের ঘোষণার পর বেজিং অলিম্পিক্সের উদ্বোধনী এবং সমাপ্তি অনুষ্ঠান সরাসরি সম্প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছে দূরদর্শন। প্রসারভারতীর প্রধান শশী শেখর ভেমপতি টুইটে জানান, বিদেশ মন্ত্রকের এই ঘোষণার পর ডিডি স্পোর্টস চ্যানেল বেজিংয়ে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী এবং সমাপ্তি অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে না।