নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি. স.) : শুক্রবার থেকে শুরু হচ্ছে শীতকালীন অলিম্পিক। চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। শুক্রবার গুগুল ডুডলে স্মরণ করা হয়েছে এই অনুষ্ঠান।
২০১৫ সালের জুলাই মাসে কুয়ালালামপুরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১২৮ তম অধিবেশনে বেজিং উদ্যোক্তা শহর হিসেবে নির্বাচিত হয়েছিল। ২০২২ সালের শীতকালীন অলিম্পিক হচ্ছে চিনের প্রথম শীতকালীন অলিম্পিক গেমস, চিনের দ্বিতীয় সামগ্রিক অলিম্পিক এবং পূর্ব এশিয়ার (দক্ষিণ কোরিয়ার পিয়ংচাং-এ ২০১৮ সালের শীতকালীন অলিম্পিকের পরে এবং ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের পর পরপর তিনটি অলিম্পিকের শেষ। বেজিং হবে প্রথম শহর যেটি গ্রীষ্মকালীন এবং শীতকালীন অলিম্পিক উভয়ই আয়োজন করেছে। ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য নির্মিত চারটি বিদ্যমান ইনডোর স্টেডিয়াম ব্যবহার করা হবে। বেজিং শীতকালীন অলিম্পিকের আয়োজক বৃহত্তম শহর।