মুম্বই, ২ ফেব্রুয়ারি (হি. স.) : হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা অমিতাভ দয়াল। বুধবার ভোরে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।
তিনি অমিতাভ বচ্চনের সহ-অভিনেতা ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছিল অভিনেতাকে। এই খবরটি দেন অভিনেতার স্ত্রী পরিচালক-প্রযোজক মৃণালিনী পাটিল। মৃণালিনীদেবী জানিয়েছেন, গত ১৭ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হন অমিতাভ। তারপর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। এদিন ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতালে থাকাকালীন অভিনেতা কোভিডেও আক্রান্ত হয়েছিলেন। যদিও তা নেগেটিভ হয়ে যান তিনি।