নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশ, গোয়া-সহ বিভিন্ন রাজ্যে ভোটের প্রাক্কালে ‘একটি সুযোগ কেজরিওয়াল’-কে মেগা অভিযানের সূচনা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। সোমবার দুপুরে ‘একটি সুযোগ কেজরিওয়াল’-কে মেগা অভিযানের সূচনা করার পর দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, “দিল্লির জনগণ আমাদের একটি সুযোগ দিয়েছেন বলেই দিল্লিতে পরিবর্তন এসেছে। এবার এই পরিবর্তন সমগ্র দেশে আসা উচিত!”
কেজরিওয়াল দিল্লিবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন, দিল্লির সমস্ত স্কুল, হাসপাতাল, শূন্য বিল প্রভৃতি ক্ষেত্রে দিল্লি সরকারের সমস্ত কাজের ভিডিও তৈরি করুন এবং সামাজিক মাধ্যমে তা শেয়ার করুন। কেজরিওয়ালের কথায়, দিল্লিতে আপ-এর সরকার ঠিক কী কাজ করেছে, তা অন্য রাজ্যের জনগণকে বোঝানোর জন্য দিল্লিবাসীর কাছে অনুরোধ করছি আপনারা ভিডিও তৈরি করুন, সেই সমস্ত রাজ্যের জনগণকে বোঝানোর চেষ্টা করুন কেজরিওয়াল অথবা আপ-কে একটি সুযোগ দেওয়ার জন্য। কেজরিওয়াল আরও জানিয়েছেন, ভোটের পর যাঁদের ভিডিও ভাইরাল হবে, এমন ৫০ জনের সঙ্গে আমি দেখা করব ও তাঁদের সঙ্গে ডিনার করব।

