নয়াদিল্লি, ২৩ জানুয়ারি (হি.স.) : সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ফাইনালে আজ রবিবার পিভি সিন্ধু নামবেন স্বদেশীয় ২০ বছরের প্রতিভা মালবিকা বানসোদের বিরুদ্ধে। শনিবার ১২ মিনিটেই সিন্ধু রাশিয়ার এভেনিয়া কসেতসেকায়াকে হারিয়ে সেমি ফাইনালের লড়াই জিতেছিলেন। ।
সিন্ধু অবশ্য সরাসরি ম্যাচটি জেতেন নি। প্রথম গেমটি ২১-১২ তে জিতে নিয়েছিলেন। বিশ্বের ২৮ নম্বর খেলোয়াড় এভেনিয়া সিদ্ধান্ত নেন তলপেটে যন্ত্রণা হতে থাকায় ম্যাচে পরের গেমটি খেলবেন না। ছেড়ে দেন ম্যাচ। সিন্ধুর ফাইনালে খেলা নিশ্চিত হয়ে যায়। আর জয়ের ফলে, সিন্ধু ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাব জয়ের পর আবার কোনও বিডব্লুএফ টুর্নামেন্ট জয়ের দোরগোড়ায়।
আর নাগপুরের মেয়ে মালবিকা বানসোদ সকলের নজর কেড়ে নিয়েছেন, আগের সপ্তাহে ২০১২ লন্ডন অলিম্পক্সের ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় তারকা সাইনা নেহওয়ালকে ইন্ডিয়া ওপেনে হারিয়ে। আজ তাঁর সামনে আরও এক ভারতীয় তারকাকে হারিয়ে খেতাব জয়ের সুযোগ।