সুখবর দিলেন প্রিয়াঙ্কা, সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী

নয়াদিল্লি, ২২ জানুয়ারি (হি.স.): খুশির খবর শোনালেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। ইনস্টাগ্রামে মা হওয়ার খুশির খবর ভাগ করে নিলেন অভিনেত্রী। জানিয়েছেন, সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন প্রিয়াঙ্কা। কিন্তু এখনই প্রিয়াঙ্কা এবং তাঁর স্বামী নিক জোনাস তাঁদের সন্তানকে বাড়িতে আনতে পারবেন না। আরও বেশ কিছু দিন একরত্তিকে থাকতে হবে হাসপাতালে। সবার আশীর্বাদ প্রার্থনা করেছেন তারকা দম্পতি।

১২ সপ্তাহ আগেই সন্তানের জন্ম দিয়েছেন সারোগেট মা। আপাতত প্রিয়াঙ্কা ও নিকের সন্তান থাকবেন চিকিৎসকদের পর্যবেক্ষণেই। শনিবার মধ্যরাতে নিজের ইনস্টাগ্রামে মা হওয়ার খুশির খবর ভাগ করে নিয়েছেন প্রিয়াঙ্কা। জানিয়েছেন, সারোগেসির মাধ্যমে সন্তান এসেছে তাঁদের কোলে। সকলের আশীর্বাদ প্রার্থনা করেছেন তারকা দম্পতি। একই সঙ্গে অনুরোধ, আপাতত তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে বাড়তি কৌতূহল দেখানো যেন বন্ধ করেন সবাই।