সমতলে বৃষ্টি ও পাহাড়ে তুষারপাত, কাশ্মীর ও লাদাখ শীতে কাঁবু

শ্রীনগর, ২২ জানুয়ারি (হি.স.): পূর্বাভাস আগেই ছিল, সেই মতো জম্মু ও কাশ্মীরের সমতল ভিজল বৃষ্টিতে। তুষারপাত হল কাশ্মীরের পাহাড়ে। শ্বেতশুভ্র বরফের চাদরে ঢাকা পড়ল কাশ্মীর ও লাদাখের বিভিন্ন প্রান্ত। তুষারপাত হয়েছে গুলমার্গ থেকে পহেলগাম-কাশ্মীরের বিভিন্ন প্রান্তে। বৃষ্টি ও তুষারপাতের সৌজন্যে ঠাণ্ডা জাঁকিয়ে পড়েছে কাশ্মীরে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় শনিবার সকাল ৮.৩০ মিনিট পর্যন্ত শ্রীনগরে ১.৬ মিলিমিটার তুষারপাত হয়েছে, তাপমাত্রা কমে ২.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে তাপমাত্রা অনেকটাই বেড়েছে। পহেলগামে বিগত ২৪ ঘন্টায় ৩.৫ সেন্টিমিটার তুষারপাত হয়েছে, সেখানকার শনিবার তাপমাত্রা ছিল মাইনাস ২.৪ ডিগ্রি সেলসিয়াস, গুলমার্গে ১২ সেন্টিমিটার তুষারপাত হয়েছে, সেখানে তাপমাত্রা বেড়ে মাইনাস ৬.৫ ডিগ্রিতে পৌঁছয়, লাদাখের দ্রাস শহরে তাপমাত্রা বেড়ে পৌঁছয় মাইনাস ১১.৯ ডিগ্রিতে, লেহ-তে মাইনাস ১১.৪ ডিগ্রি। জম্মুতে ১.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।