মথুরায় লাইনচ্যুত মালগাড়ির একাধিক বগি, ট্রেন পরিষেবা বিপর্যস্ত

মথুরা, ২২ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের মথুরায় লাইনচ্যুত হয়ে গেল গাজীয়াবাদগামী একটি মালগাড়ি। শুক্রবার রাত ১১.৩০ মিনিট নাগাদ বৃন্দাবনে বেলাইন হয়ে যায় মালগাড়ির একাধিক বগি, এই রেল দুর্ঘটনার জেরে মথুরা ও দিল্লির মধ্যে ট্রেন পরিষেবা দীর্ঘ সময়ের জন্য বিঘ্নিত হয়। রেল সূত্রের খবর, মালগাড়িটি চিত্তর নিম্বা স্টেশন থেকে আসছিল।

আগ্রা ডিভিশনের রেলওয়ে পিআরও এস কে শ্রীবাস্তব জানিয়েছেন, মালগাড়ি লাইনচ্যুত হওয়ার কারণে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। সিমেন্টবোঝাই মালগাড়ির কোচগুলি অক্লান্ত পরিশ্রমের পর রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয়। মালগাড়িটি লাইনচ্যুত হয় উত্তর-পূর্ব রেলের মথুরা-পালওয়াল সেকশনের ভুতেশ্বর ও বৃন্দাবন রোড স্টেশনের মাঝে।