ভুবনেশ্বর, ২২ জানুয়ারি (হি.স.): ওডিশার সোনেপুর জেলায় এসইউভি গাড়ি ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন ৫ জন, ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। শুক্রবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে মহানদী ব্রিজের ওপর। হতাহতরা সোনেপুর জেলার উল্লুন্দা ব্লকের অন্তর্গত নিমনা গ্রামের বাসিন্দা। কাউডিয়ামুন্ডা গ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে এসইউভি গাড়িতে চেপে তাঁরা বাড়ি ফিরছিলেন।
শুক্রবার গভীর রাত একটা নাগাদ মহানদী সেতুর ওপর একটি ট্রাকের সঙ্গে ওই গাড়ির সংঘর্ষ হয়। জোরালো সংঘর্ষের জেরে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের, বাকিরা গাড়ির ভিতরে আটকে পড়েন। গ্যাস কাটার দিয়ে গাড়িটিকে কেটে ৫ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে সকলকে সোনেপুরের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, শারীরিক অবস্থার অবনতি হলে পরে সেখান থেকে রেফার করা হয় বুরলা মেডিকেল কলেজ ও হাসপাতালে। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

