বৃহস্পতিবার থেকে মাস্ক ছাড়াই বাইরে বেরোতে পারবেন : বরিস জনসন

লন্ডন, ২০ জানুয়ারি (হি.স.) : বৃহস্পতিবার থেকে বাইরে বেরোনোর জন্য পরতে হবে না মাস্ক। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এমনটাই ঘোষণা করেছেন। বুধবার তিনি জানান তাঁর সরকার সিদ্ধান্ত নিয়েছে, ওমিক্রন সংক্রমণ ঠেকাতে জারি হওয়া সবরকম অতিরিক্ত বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। করোনা সংক্রমণ নিম্নমুখী তাই বিধিনিষেধ শিথিল করা হল সরকারের তরফে।

এই নির্দেশিকায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে ইংল্যান্ডবাসী। একান্ত দরকার না পড়লে তাঁরা ওয়ার্ক ফ্রম হোমের শিকল থেকে মুক্তি পেলেন। কোনও বড় জায়গায় যাওয়ার জন্য কোভিড-১৯ সংশাপত্রও দেখাতে হবে না আর। জনতার ‘পরামর্শের’ ভিত্তিতে এই সপ্তাহ থেকে ইংল্যান্ডের স্কুলগুলিতে শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে মাস্কও পরতে হবে না। চলতি সপ্তাহেই প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রিটেনের জরুরি করোনাভাইরাস আইন প্রত্যাহার করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। এরপর বুধবারই এই নির্দেশিকা জারি করেন তিনি।