মুম্বই, ২০ জানুয়ারি (হি.স.) : বহুচর্চিত বুল্লি বাই অ্যাপ মামলার চতুর্থ অভিযুক্তকে ওড়িশা থেকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। নীরজ সিং নামে অভিযুক্তকে (২৮ বছর) ওড়িশা থেকে মুম্বাইয়ে আনছে মুম্বই পুলিশ। এর আগে এই মামলায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। এই তিনজনের জামিনের সিদ্ধান্ত বান্দ্রা ম্যাজিস্ট্রেট আদালত স্থগিত রেখেছে।
মুম্বই ক্রাইম ব্রাঞ্চ সূত্রে জানা গেছে, অভিযুক্ত শ্বেতা সিং, বিশাল ঝা এবং মায়াঙ্ক রাওয়ালের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তার সাইবার সেল ওড়িশা থেকে নীরজ সিংকে গ্রেফতার করেছে। এর আগে সুলি ডিল মামলায় নীরজ বিশ্রোই, ওমকারেশ্বর ঠাকুরকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। সুলি ডিল মামলায় শ্বেতা সিং, বিশাল ঝা, মায়াঙ্ক রাওয়ালকেও জিজ্ঞাসাবাদ করছে মুম্বই পুলিশ। মুম্বই ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক বলেন, নীরজ সিংকে মুম্বইতে এনে পুলিশ বুল্লি বাই অ্যাপ এবং সুলি ডিল অ্যাপ উভয়কেই জিজ্ঞাসাবাদ করতে চলেছে।
উল্লেখ্য, মুসলিম মহিলাদের ছবির নিলামে এই চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

