কল্যাণপুর, ২০ জানুয়ারি : খোয়াই জেলার কল্যাণপুর থানা এলাকার সোনাছড়ার জঙ্গল থেকে নিখোঁজ এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করা হয়েছে। নিহত ঐ ব্যক্তির নাম খোকন দেবনাথ।
জানা গেছে, ২০২১ সালের ১৯ শে জুন ওই ব্যক্তি নিখোঁজ হয়েছিলেন। এ ব্যাপারে পরিবারের তরফ থেকে একুশে জুন মামলা দায়ের করা হয়েছিল। বহু খোঁজাখুঁজি করেও তার কোন হদিস পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সোনাছড়া এলাকার লোকজন জঙ্গলে একটি কঙ্কাল পড়ে থাকতে দেখে সংশ্লিষ্ট পরিবারের লোকজনদেরকে খবর দেন। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে যান এবং তার পরিধেয় কাপড় দেখে তাকে সনাক্ত করা হয়। দীর্ঘ ৭ মাস নিখোঁজ থাকার পর কঙ্কাল উদ্ধারের ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকান্ড জনমনে সংশয় দেখা দিয়েছে।

