নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.): দিল্লি থেকে পঞ্জাব, উত্তর প্রদেশ থেকে হরিয়ানা, বিহার থেকে মধ্যপ্রদেশ-শৈত্যপ্রবাহ ও কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ল উত্তর ভারতের এই রাজ্যগুলিতে। উত্তর প্রদেশের কানপুরে প্রবল ঠাণ্ডায় অস্থায়ী আশ্রয় শিবিরের মধ্যেই মৃত্যু হয়েছে দু’জনের। কুয়াশার কারণে বৃহস্পতিবার উত্তর ভারতজুড়ে অনেকগুলি ট্রেনও বিলম্বে চলছে। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮.৩০ মিনিট নাগাদ ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল দিল্লি (পালম ৫০ মিটার), পঞ্জাব (অমৃতসর ৫০ মিটার), হরিয়ানা (কারনাল ও হিসারে ৫০ মিটার), উত্তর প্রদেশ (লখনউ ৫০ মিটার), উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ (গোয়ালিয়র ৫০ মিটার), বিহার (পাটনা ও গয়ায় ৫০ মিটার)। এছাড়াও পশ্চিমবঙ্গের কোচবিহার ও অসমের ধুবরিতেও এদিন সকালে ছিল ঘন কুয়াশা।
শীতের দাপট তো ছিলই, তার উপর ঘন কুয়াশার কারণে উত্তর ভারতজুড়ে এদিন সকালে কিছুই দেখা যাচ্ছিল না। সড়ক থেকে রেললাইন-সব কিছুই ছিল অস্পষ্ট। উত্তর রেলওয়ের সিপিআরও জানিয়েছেন, বৃহস্পতিবার প্রায় ১৩টি ট্রেন দেরিতে চলাচল করেছে। এর মধ্যে রয়েছে হাওড়া-নয়াদিল্লি এক্সপ্রেস, পুরী-নয়াদিল্লি এক্সপ্রেস, গোরক্ষপুর-নয়াদিল্লি এক্সপ্রেস, মুম্বই-নয়াদিল্লি এক্সপ্রেস এবং কানপুর-নয়াদিল্লি এক্সপ্রেস। শীত থেকে বাঁচতে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে এদিন সকালে আগুন পোহাতে দেখা যায়।

