করোনার বিশেষ টিকাকরণ অভিযান, খোজ নিলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী

বিলোনিয়া, ২০ জানুয়ারি : ১৫ থেকে ১৮ বছর বয়সি প্রত্যেক ছাত্র-ছাত্রীকে করোনার টিকাকরণের আওতায় নিয়ে আসার জন্য রাজ্য সরকার তিনদিনের যে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে তা সফল করার লক্ষ্যে রাজ্য মন্ত্রিসভার সদস্য সহ জনপ্রতিনিধিরা বিভিন্ন এলাকা সফর শুরু করেছেন। এই কর্মসূচির অংশ হিসেবে তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বৃহস্পতিবার দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিভিন্ন স্কুলে গিয়ে তিন দিন ব্যাপী বিশেষ শিবির সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। ছাত্র-ছাত্রীদের করোনার ভয়ঙ্কর থাবা থেকে রক্ষা করার লক্ষ্যেই রাজ্য সরকার তিন দিনের বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে বলেও তিনি জানান।


রাজ্যে ১৫ থেকে ১৮ বছর বয়সী ছেলে মেয়েদের করোনার টিকাকরণে বিশেষ অভিযান শুরু হয়েছে। ১৯ জানুয়ারী থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযান কর্মসূচী চলবে ২১ জানুয়ারী পর্যন্ত। রাজ্যের ৭৩৪টি স্কুলে চলছে করোনার এই বিশেষ টিকাকরণ কর্মসূচী। বৃহস্পতিবার বিলোনীয়ায় গিয়ে বেশ কয়েকটি স্কুলে করোনার এই টিকাকরণ কর্মসূচীর বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিলোনীয়া বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, বিলোনীয়া গার্লস এইচ এস স্কুলে এদিন যান মন্ত্রী। মন্ত্রী টিকা দান শিবির সফর করার ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।