ভোটে লড়তে ইচ্ছুক নন ত্রিবেন্দ্র সিং রাওয়াত, চিঠি দিলেন নাড্ডাকে

দেহরাদূন, ১৯ জানুয়ারি (হি.স.): উত্তরাখণ্ডে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক নন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা ত্রিবেন্দ্র সিং রাওয়াত। ভোটে লড়ার পরিবর্তে দলের হয়ে কাজ করতে চান তিনি, ভোটে লড়তে না চাওয়ার অনুরোধ জানিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে চিঠিও লিখেছেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত।

নাড্ডাকে লেখা চিঠিতে ত্রিবেন্দ্র সিং রাওয়াত জানিয়েছেন, পুষ্কর সিং ধামির নেতৃত্বে উত্তরাখণ্ডে পুনরায় বিজেপি সরকার গঠন করুক সেই লক্ষ্যে তিনি কাজ করতে চান, আমি ভোটে লড়তে চাই না, আমার এই অনুরোধ মেনে নেওয়া হোক। বিজেপি সরকার যাতে পুনরায় ক্ষমতায় আসে সেই লক্ষ্যে যথাসাধ্য চেষ্টা করবেন বলেও জানিয়েছেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত।