বকেয়ার দাবিতে বিদ্যুত নিগমের কার্যালয় ঘেরাও

আগরতলা, ১৯ জানুয়ারি : বিদ্যুৎ নিগমের অধীনে আড়াই শতাধিক অস্থায়ী কর্মী দীর্ঘ তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। তাতে সংশ্লিষ্ট অস্থায়ী বিদ্যুৎ কর্মীরা আর্থিক দিক দিয়ে চরম সংকটে পড়েছেন। কর্তৃপক্ষের কাছে বারবার দাবি জানিয়ে তারা ইতিবাচক সাড়া পাচ্ছেন না শেষ পর্যন্ত বাধ্য হয়ে বুধবার বনমালী পুর স্থিত বিদ্যুৎ ভবনের সামনে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন ওইসব অস্থায়ী বিদ্যুৎ কর্মীরা। দীর্ঘক্ষণ তারা বিদ্যুৎ নিগমের অফিস ঘেরাও করে ধর্ণা প্রদর্শন করেন। অবশেষে শীঘ্রই বকেয়া বেতনের টাকা মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হলে তারা ঘেরাও প্রত্যাহার করে নেন বলে জানা গেছে।