ত্রিশ লক্ষাধিক টাকার গাঁজা বাজেয়াপ্ত

তেলিয়ামুড়া, ১৯ জানুয়ারি৷৷ মুঙ্গিয়াকামী থানার পুলিশ বাজেয়াপ্ত করল প্রায় ৩০ লক্ষাধিক টাকার শুকনো গাঁজা৷ আটক করা হয়েছে লরির চালক এবং সহচালককে৷ ঘটনা বুধবার সাত সকালে মুঙ্গিয়াকামী থানা এলাকার আঠারমুড়া পাহাড়ের জাতীয় সড়কের ৩৯ মাইল এলাকায়৷


মুঙ্গিয়াকামি থানার পুলিশ জানিয়েছে, এস.আই রঞ্জিত দাস এবং প্রফেসনাল ডি.এস.পি প্রসেনজিৎ রায় সহ মুঙ্গিয়াকামী থানার পুলিশ প্রতিদিনের মত ভ্যাহিকাল চ্যাকিংয়ে বসেছিলেন৷ তখন আগরতলা থেকে আসা ইউপি৬৭এটি৫৮১৪ নম্বরের দূরপাল্লার লরি দেখে তাদের সন্দেহ হয়৷ পুলিশ গাড়িটিকে আটক করে চালক প্রমোদ যাদব এবং সহ-চালক বীরেন্দ্র রায় নামে বহিঃরাজ্যের দুই বাসিন্দাকে জেরায় অসংলগ্নতা পান৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়ার কাছে৷ খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে গাড়িটি তল্লাশি চালিয়ে ৫৮৩.৫ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেন৷ যার আনুমানিক বাজার মূল্য প্রায় ত্রিশ লক্ষাধিক টাকা৷


পরবর্তীতে মুঙ্গিয়াকামী থানার পুলিশ গাড়ি সহ গাঁজা ও পাচারের সঙ্গে জড়িত দুইজনকে আটক করে মুঙ্গিয়াকামী থানায় নিয়ে আসে৷ মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া জানিয়েছেন, বাজেয়াপ্ত গাঁজাগুলো পাচারের উদ্দেশ্যে আগরতলা থেকে বহিঃরাজ্য নিয়ে যাওয়া হচ্ছিল৷ তিনি জানিয়েছেন, আগামীদিনে এধরনের কর্মসূচি জারি থাকবে৷