১২-১৪ বছর বয়সিদের টিকা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক : সূত্র

নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি.স.): চলতি মাসের ৩ তারিখ থেকে দেশজুড়ে ১৫-১৮ বছর বয়সিদের টিকাকরণ শুরু হয়েছে। দ্রুততার সঙ্গে চলছে কিশোর-কিশোরীদের টিকাকরণ। শোনা যাচ্ছিল, ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণ শুরু হতে পারে মার্চ মাস থেকেই। কিন্তু, মঙ্গলবার সরকারি সূত্রে জানা গিয়েছে, ১২-১৪ বছর বয়সিদের টিকাকরণ নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

ওমিক্রন ভ্যারিয়েন্টের জেরে দেশজুড়ে সংক্রমণ শিখর ছুঁয়েছে। বেশিরভাগ রোগীর অক্সিজেন প্রয়োজন না হলেও, আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বাদ যাচ্ছে না শিশু-কিশোররা। বিশেষজ্ঞরা আগেই সতর্ক করে বলেছিলেন, করোনার তৃতীয় ঢেউয়ে শিশুরা আক্রান্ত হতে পারে। কারণ, ষাটোর্ধ্ব থেকে প্রাপ্তবয়স্কদের সিংহভাগ টিকার দু’টি ডোজ পেয়ে গিয়েছেন। এরপর গত বছর ২৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, ১৫-ঊর্ধ্বদের টিকাকরণ এবং স্বাস্থ্যকর্মী, প্রথম সারির যোদ্ধা, ষাটোর্ধ্ব কো-মরবিড ব্যক্তিদের জন্য ‘প্রিকশন’ বা বুস্টার ডোজ চালুর কথা।

সেই মতো চলতি মাসের ৩ তারিখ থেকে দেশজুড়ে ১৫-১৮ বছর বয়সিদের টিকাকরণ শুরু হয়েছে। মাত্র দু’সপ্তাহের মধ্যে ৩ কোটি ৪৫ লক্ষেরও বেশি কিশোর-কিশোরী ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়ে গিয়েছেন। ২৮ দিনের মধ্যে তাঁদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে। অর্থাৎ, ফেব্রুয়ারির শেষে সংশ্লিষ্ট সকলের টিকাকরণ সম্পূর্ণ হয়ে যাবে। মনে করা হচ্ছিল, মার্চ মাস থেকেই শুরু হতে পারে ১২-১৪ বছর বয়সিদের টিকাকরণ। কিন্তু, মঙ্গলবার জানা গেল, ১২-১৪ বছর বয়সিদের টিকা দেওয়া নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।