বাড়ছে সংক্রমণ, বৃহস্পতি ও শুক্রবার বন্ধ থাকবে বাজার ও দোকান

বারুইপুর, ১৮ জানুয়ারি (হি.স.) : দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ব্লকে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ৪২৪। তাই প্রতি সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার বারুইপুর ব্লকের ১৯ টি গ্রাম পঞ্চায়েতের সমস্ত বাজার ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্লক প্রশাসন।

জানা গেছে, করোনা পরিস্থিতি সামাল দিতে সোমবার রাতে বারুইপুর ব্লক প্রশাসনের উদ্যোগে এক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বিডিও বারুইপুর মোসারফ হোসেনের নেতৃত্বে এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন বারুইপুর থানার আইসি, ১৯ টি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও বারুইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ- সভাপতি। এছাড়াও ছিলেন সমস্ত বাজার ও ব্যবসায়ী সমিতির সভাপতিরা। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় করোনা পরিস্থিতি যতদিন না স্বাভাবিক হচ্ছে, ততদিন প্রতি সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার বারুইপুর ব্লকের ১৯ টি গ্রাম পঞ্চায়েতের সমস্ত বাজার ও দোকান বন্ধ থাকবে।