পঞ্জাবে আপ-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মান, জানিয়ে দিলেন কেজরিওয়াল

মোহালি, ১৮ জানুয়ারি (হি.স.): যাবতীয় জল্পনার অবসান। পঞ্জাবে আম আদমি পার্টি (আপ)-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হতে চলছেন তা জানিয়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ-এর জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার কেজরিওয়াল জানিয়েছেন, পঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনে আপ-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন সাংরুর লোকসভা আসনের আপ সাংসদ ভগবন্ত মান।

পঞ্জাবে আপ-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন, তা জনগণের উপর ছেড়ে দিয়েছিলেন কেজরিওয়াল। আপ-এর পক্ষ থেকে জনমত চাওয়া হয়। সেই জনমত পাওয়ার পর মঙ্গলবার মোহালিতে কেজরিওয়াল জানিয়েছেন, পঞ্জাবে আপ-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন সাংরুর লোকসভা আসনের আপ সাংসদ ভগবন্ত মান। উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারির বদলে ২০ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে পঞ্জাবে।