আগরতলা, ১৮ জানুয়ারি : সারা রাজ্য জুড়েই চলছে সরকারের নেশা বিরোধী অভিযান। পুলিশ ও প্রশাসন সেই অভীষ্ট লক্ষ্যেই সক্রিয় রয়েছে। নেশামুক্ত রাজ্যের লক্ষ্যে রাজ্য জুড়ে চলছে গাঁজা বাগান ধ্বংসের সুসংগঠিত অভিযান। বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেআইনি গাঁজার বাগান। বিশেষ করে উপজাতি জনপদের মহল্লায় বিস্তীর্ণ এলাকার জমিতে গাঁজার বাগান। আর এসব বাগান থেকেই রমরমিয়ে চলে গাঁজার ব্যাবসা। সোমবার চাম্পাহাওর থানাধীন আশারামবাড়ি এডিসি ভিলেজে সীমান্ত এলাকায় তুলশিরামবাড়িতে বাগান ধ্বংস করে দেয় পুলিশ ও বি এস এফ -র সম্মিলিত বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে চাম্পাহাওর থানার পুলিশ ও বিএসএফ যৌথ অভিযানে এদিন টানা কয়েক ঘন্টার সংগঠিত অভিযানে পাঁচশ গাঁজা গাছ কেটে ফেলা হয়। যার আনুমানিক মূল্য দশ লক্ষ টাকা হবে। গাঁজা গাছ গুলিকে বাগানেই আগুণ দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।
2022-01-18

