Protest : পুলিশ কতৃক দুই ছাত্র নিগ্রহের প্রতিবাদে আজ ত্রিপুরা বন্ধ, বিভিন্ন দলের মিশ্র প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারি৷৷ কলেজপড়ুয়া দুই ছাত্র নিগ্রহের ঘটনার প্রতিবাদে আগামীকাল বার ঘন্টার ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে জনজাতি ভিত্তিক ছাত্র সংগঠন তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন (টিএসএফ)৷ এদিকে এই বন্ধকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে৷ শাসক দল বিজেপির দাবি এই বন্ধ অযৌক্তিক৷ শুধু তাই নয় এই বন্ধ প্রত্যাখ্যান করার জন্য রাজ্যবাসীর উদ্দেশ্যে আবেদনও জানিয়েছে বিজেপি৷ অন্যদিকে, পিপিএমের রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী ছাত্রদের মারধরের ঘটনার নিন্দা জানিয়েছেন, কিন্তু, বন্ধকে সমর্থন করেননি৷ সিপিএমের দাবি ছাত্র নিগ্রহকে কেন্দ্র করে বন্ধ, এটা মানা যাচ্ছে না৷ জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া বন্ধের যৌক্তিকতা নিয়ে কোন মন্তব্য না করলেও তিনি ছাত্র নিগ্রহের ঘটনার নিন্দা জানিয়েছেন এবং দাবী করেছেন দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক৷ অন্যদিকে, তিপ্রা মথার সভাপতি বিজয় রাঙ্খল বন্ধের যৌক্তিকতা রয়েছে দাবি করেন এবং তিনি ত্রিপ্রা মথার সমস্ত অঙ্গ সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে আগামীকাল বন্ধ সফল করতে সক্রিয় উদ্যোগ গ্রহণ করে৷


এদিকে, রাজ্য সরকারের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, একটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে আগামীকাল ১৭ জানুয়ারি সকাল ৫টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১২ ঘন্টার ত্রিপুরা বনধের ডাক দেওয়া হয়েছে৷ ত্রিপুরা বনধের দিনে রাজ্যের সমস্ত সরকারি অফিস ও ত্রিপুরা সরকারের অধীনস্ত পিএসইউগুলি এবং স্বশাসিত সংস্থা / পর্ষদের কাজকর্ম স্বাভাবিক থাকবে৷ সরকারি কর্মচারী, ত্রিপুরা সরকারের অধীনস্ত পিএসইউ, স্বশাসিত সংস্থা / পর্ষদের কর্মচারীদের আগামীকাল অফিসে উপস্থিত থাকতে হবে৷ এই আদেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷ রাজ্য সরকারের প্রধান সচিব এক আদেশে এই সংবাদ জানিয়েছেন৷


প্রসঙ্গত, গত বৃহস্পতিবার আগরতলায় সার্কিট হাউস সংলগ্ণ এলাকায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কনভয়ের আগে রাস্তায় দুই জনজাতি ছাত্রের একটি গাড়ি আচমকা বিকল হয়ে যায়৷ তারপর কর্তব্যরত ট্রাফিক পুলিশ অফিসার ও কনস্টেবলরা ওই দুই কলেজছাত্রকে ধরে নিয়ে গিয়ে ট্রাফিক ভবনে মারধর করে বলে অভিযোগ৷ শুধু তাই নয় ওই দুই ছাত্রের বিরুদ্ধে এনসিসি থানায় মামলাও দায়ের করা হয়েছে৷ পরে অবশ্য পৃথকভাবে ওই ট্রাফিক পুলিশ অফিসার ও কনস্টেবলদে বিরুদ্ধেও মামলা হয়েছে৷ গোটা বিষয়টি নিয়ে গত কদিন ধরেই বিভিন্ন সংগঠনের তরফ থেকে প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে৷ ইতিমধ্যেই ঘটনার বিভাগীয় তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে৷ এরই মধ্যে রবিবার সাংবাদিক সম্মেলন করে তুইপ্রা স্টুডেস্টস ফেডারেশন কর্মকর্তারা আগামীকাল ১২ ঘন্টার ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে৷ সংগঠনের তরফ থেকে অভিযোগ করা হয়েছে ওইদিন দুই ছাত্রকে বর্বরোচিত ভাবে মারধর করা হয়েছে৷ সংগঠন ওই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে৷ পাশাপাশি দাবী জানানো হয়েছে অবিলম্বে দোষি পুলিশ অফিসারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক৷ তাছাড়া আগামীকালের বন্ধের প্রসঙ্গে টিএসএফের আবেদন যাতে গণতান্ত্রিক পদ্ধতিতে বন্ধ সফল করা হয়৷