ত্রিপুরায় আবারও নমুনা পরীক্ষা কমতেই নামল করোনার দৈনিক সংক্রমণ, ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৪১, মৃত ২

আগরতলা, ১৭ জানুয়ারি (হি. স.) : আবারও ত্রিপুরায় করোনার নমুনা পরীক্ষা কমতেই নতুন করে সংক্রমণও কমেছে। ত্রিপুরায় গত ২৪ ঘন্টায় ৬৪১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। শতাধিক করোনা আক্রান্ত সুস্থও হয়েছেন। কিন্ত, করোনা আক্রান্তের মৃত্যু নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। লাগাতর মৃত্যু করোনার তৃতীয় ঢেউয়ে দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে।


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ২৫৭ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৫১৬০ জনকে নিয়ে মোট ৫৪১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ২৮ জন এবং রেপিড অ্যান্টিজেনে ৬১৩ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। সব মিলে গত ২৪ ঘণ্টায় মোট ৬৪১ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গেছে। করোনা নমুনা পরীক্ষা কম হওয়ায় দৈনিক সংক্রমণের হার সামান্য কমে হয়েছে ১১.৮৩ শতাংশ। গতকাল ৮৭৫২ জনের নমুনা পরীক্ষায় ১১৬৮ জনের দেহে নতুন করে করোনার সংক্রমণের খোজ মিলেছিল এবং দৈনিক সংক্রমণের হার ছিল ১৩.৩৫ শতাংশ।


এদিকে, সুস্থতা কিছুটা স্বস্তি দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ১৪৩ জন করোনার সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন। তাতে বর্তমানে করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৫৬০২ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৯১৫৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৮৫০৬৯ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার বেড়ে হয়েছে ৪.০৬ শতাংশ। তেমনি, সুস্থতার হার কমে হয়েছে ৯২.৯৬ শতাংশ। এদিকে ০.৯১ শতাংশ হয়েছে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু হওয়ায় এখন পর্যন্ত ত্রিপুরায় ৮৩৭ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, পশ্চিম জেলাই করোনা সংক্রমণে শীর্ষস্থান দখলে রেখেছে। শুধু তাই নয়, পশ্চিম ত্রিপুরা জেলায় পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ২৭৮ জন, উত্তর জেলায় ৯২ জন, সিপাহীজলা জেলায় ৩৪ জন, দক্ষিণ জেলায় ৬০ জন, ধলাই জেলায় ৩৪ জন, ঊনকোটি জেলায় ৫০ জন, খোয়াই জেলায় ৬০ জন এবং গোমতি জেলায় ৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।