ভারতে ওমিক্রনে মোট আক্রান্ত ৮,২০৯, দ্বিতীয়স্থানে এবার পশ্চিমবঙ্গ : স্বাস্থ্যমন্ত্রক

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.): করোনার নতুন প্রজাতি ওমিক্রনে আক্রান্তের সংখ্যা দ্রুততার সঙ্গে বাড়ছে ভারতে, সোমবার সকাল পর্যন্ত দেশে ওমিক্রনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৮ হাজার ২০৯-তে পৌঁছে গিয়েছে। ওমিক্রনে সংক্রমিত ৩,১০৯ জন ইতিমধ্যেই সুস্থ হয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের মোট ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সন্ধান মিলেছে ওমিক্রনের। ওমিক্রনের আক্রান্তের নিরিখে শীর্ষে মহারাষ্ট্র, তারপর পশ্চিমবঙ্গ ও রাজস্থান।

মহারাষ্ট্রে ওমিক্রনে মোট আক্রান্ত হয়েছেন ১,৭৩৮ জন, পশ্চিমবঙ্গে ১,৬৭২ জন, রাজস্থানে আক্রান্ত ১,২৭৬ জন, দিল্লিতে ৫৪৯ জন, কর্নাটকে ৫৪৮ জন, কেরলে ৫৩৬ জন, উত্তর প্রদেশে ২৭৫ জন, তেলেঙ্গানায় ২৬০ জন, তামিলনাড়ুতে ২৪১ জন, গুজরাটে ২৩৬ জন, ওডিশায় ২০১ জন, হরিয়ানায় ১৬৯ জন, অন্ধ্রপ্রদেশে ১৫৫ জন, উত্তরাখণ্ডে ৯৩ জন, মেঘালয়ে ৭৫ জন, পঞ্জাবে ৬১ জন, বিহারে ২৭ জন, জম্মু ও কাশ্মীরে ২৩ জন, গোয়ায় ২১ জন, ঝাড়খণ্ডে ১৪ জন, মধ্যপ্রদেশে ১০ জন, অসমে ৯ জন, ছত্তিশগড়ে ৮ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩ জন, চন্ডীগড়ে ৩ জন, লাদাখে দু’জন, পুদুচেরিতে দু’জন, হিমাচল প্রদেশে একজন ওমিক্রনে আক্রান্ত ও মণিপুরে একজন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ওমিক্রনে আক্রান্ত ৮,২০৯ জনের মধ্যে ইতিমধ্যেই ৩,১০৯ জন সুস্থ হয়েছেন। মহারাষ্ট্রে সুস্থ হয়েছেন ৯৩২ জন, পশ্চিমবঙ্গে ২২ জন, রাজস্থানে ১,০৪০ জন, দিল্লিতে সুস্থ হয়েছেন ৫৭ জন, কর্নাটকে ২৬ জন, কেরলে ১৪০ জন, উত্তর প্রদেশে ৬ জন, তেলেঙ্গানায় ৪৭ জন, তামিলনাড়ুতে ২৪১ জনই সুস্থ, গুজরাটে ১৮৬ জন সুস্থ হয়েছেন, ওডিশায় ৮ জন, হরিয়ানায় ১৬০ জন, অন্ধ্রপ্রদেশে ৯ জন, উত্তরাখণ্ডে ৮৩ জন, মেঘালয়ে ১০ জন, পঞ্জাবে ৬১ জন, জম্মু-কাশ্মীরে ১০ জন, গোয়ায় ২১ জন, ঝাড়খণ্ডে ১৪ জন, মধ্যপ্রদেশে ১০ জন, অসমে ৯ জন, ছত্তিশগড়ে ৮ জন, চন্ডীগড়ে ৩ জন, লাদাখে দু’জন, পুদুচেরিতে দু’জন, হিমাচল প্রদেশে একজনই সুস্থ ও মণিপুরে ওমিক্রনে আক্রান্ত একজন সুস্থ হয়েছেন।