পাটনা থেকে মোহালি যাওয়ার পথে আক্রান্ত ৬ শিখ পুণ্যার্থী, ১১ জনের নামে মামলা

পাটনা, ১৭ জানুয়ারি (হি.স.): বিহারের রাজধানী থেকে পাটনা থেকে পঞ্জাবের মোহালি যাওয়ার পথে আক্রান্ত হলেন ৬ জন শিখ পুণ্যার্থী। একদল উন্মত্ত জনতা তাঁদের গাড়ি লক্ষ্য করে পাথর-ইট ছুড়তে থাকে, ইট ও পাথরের আঘাতে তাঁর আহত হয়েছেন। রবিবারের ঘটনা, এই ঘটনায় ১১ জনের নামে মামলা রুজু করেছে পুলিশ। আক্রান্ত পুণ্যার্থীদের বাড়ি মোহালিতে।

পুলিশ সূত্রের খবর, রবিবার ভোজপুরের চারপোখারিতে যজ্ঞ ও মন্দির নির্মাণের জন্য দান না করায় গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ে একদল জনতা। পাথরের আঘাতে ৬ জন শিখ পুণ্যার্থী আহত হয়েছেন। এসডিপিও রাহুল সিং জানান, জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, ১১ জনের নামে মামলা দায়ের করা হয়েছে, ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে।